আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
মানসাই ডেস্কঃমুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম অখিল মিয়া (৩২)।
মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, “ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন ধারায় মামলা রুজু করা হয়েছে।”আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।