বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় তবে এবার কি রাজীব বিজেপিতে ?জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
ওয়েবডেস্কঃগত শুক্রবার মন্ত্রিত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই এই শুক্রবার ছাড়লেন বিধায়ক পদ। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর ঘরে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দিলেন পদত্যাগী মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।উল্লেখ্য গত শুক্রবার বন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে মুখ্যমন্ত্রী কে চিঠি পাঠিয়েছিলেন রাজিব বাবু। এরপর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ইস্তফার কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন প্রাক্তন বন মন্ত্রী।আর তারপরেই জল্পনা উঠেছিল তিনি কি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন? সেই ধারণা সত্যি কারেই এক সপ্তাহের মাথায় শুক্রবার দুপুর ১ টা নাগাদ বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর কাছে নিজের ইস্তফাপত্র তুলে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।