মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা!
ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারী, লক্ষীরতন শুক্লর পর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।। বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ ছিলেন বনমন্ত্রী। শুক্রবার মন্ত্রী পদে ইস্তফা দিলেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, এবারে ডোমজুড়ের বিধায়কের দল ছাড়া সময়ের অপেক্ষা মাত্র। খুব তাড়াতাড়িই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রাজীবের, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের।