বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রাখীবন্ধন স্মরণ
অরুণ কুমার সাউ, মেদিনীপুর: ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ১৬ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল সম্প্রীতির রাখী বন্ধন উৎসব।এই দিনটিকে সম্প্রীতি দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করলো বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম দ্বিশতবার্ষিকী উদযাপন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। এই উপলক্ষ্যে দুই সংস্থার পক্ষ থেকে মেদিনীপুর শহরের পঞ্চুর চক ও রবীন্দ্র নিলয়ে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পথচলচি মানুষের হাতে রাখী পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তাপস সিনহা,প্রভাত ভট্টাচার্য, নন্দদুলাল ভট্টাচার্য,ডাঃ দেবব্রত চ্যাটার্জী,সৌগত পন্ডা,জয়ন্ত মজুমদার, বাবুলাল শাসমল, কুন্দন গোপ, সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দিনটির গুরুত্ব নিয়ে সংক্ষেপে বক্তব্য রাখেন নন্দদুলাল ভট্টাচার্য।