মুক্তি পেল ‘জীবনের হিসাব’স্বল্প দৈর্ঘ্যের সিনেমা
মানসাইডেস্কঃকবি সুকুমার রায় এর ‘জীবনের হিসাব’ কবিতা অবলম্বনে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘জীবনের হিসাব’ এর শুভ সূচনা করলেন কবি সন্তোষ সিংহ। লকডাউন এর সময়কালে লোককে বিনোদন দিতে পরিচালক রোপ আক্তার আহমেদ আসে পাশেই এই ছবির শুটিং শেষ করেন। শুটিং হয়েছে জামালদহ, শিকারপুর ও মানসাই নদীর বুকে। অবশেষে আজ অপেক্ষার অবসান। মুক্তি পেল ছবিটি।
ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন গীতা রায় বর্মন, জটাধর চক্রবর্তী, চন্দ্রকান্ত বর্মন,গৌতম বর্মন, পারুল রায় সহ অনেকেই। ছবিটির সংগীতে রয়েছেন শুভেন্দু সিংহ, সংগীত রচনাকার হিসাবে রয়েছেন বাংলাদেশ এর সংগীত শিল্পী পলাশ।
কবি সন্তোষ সিংহ জানান আর এম টি ফিল্ম প্রোডাকশনের এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা টি সকলের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। পরিচালক রোপ আক্তার আহমেদও আশাবাদী।