লকডাউনে কবিতাপাঠ প্রতিযোগিতা।

লকডাউনেকবিতাপাঠপ্রতিযোগিতা
মানসাইনিউজের অনন্য_উপস্থাপন:
#লকডাউনকবিতাপাঠপ্রতিযোগিতা।
আপনি যদি আমাদের এই প্রতিযোগিতায় সামিল হতে চান নীচের নিয়মাবলী লক্ষ্য করুন।
●ঘরবন্দী কবিতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান,অতিসত্বর #MANSAI NEWS এর সাথে যোগাযোগ করুন।
■ফোন নাম্বার:9734344994
লকডাউন,তাই কি হয়েছে?এখন ঘরে বসেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।আপনার ঘরবন্দী কবিতা পরিবেশিত হবে #মানসাই #নিউজের এর পর্দায়।আপনার মোবাইলে তৈরি করুন ভিডিও,আর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।
■ ভিডিও পাঠান:9734344994 [রূপক-সিনিয়র এক্সিকিউটিভ,মানসাই নিউজ]এই নাম্বারে।
★অথবা মেইল করে পাঠান: newsmansai@gmail.com
আমাদের বিচারকমন্ডলী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বেছে নিবেন।
■বিঃদ্রঃ
লাইক,কমেন্ট ও শেয়ারের মধ্যে দিয়ে এক্সট্রা কিছু নাম্বার সংযোজিত হবে।
■পূর্ণমান:200
★আপনার সেরা প্রতিভার জন্য 100 নাম্বার।
★বাকি 100 এক্সট্রা নাম্বার।
■এক্সট্রা নাম্বার যেভাবে বিবেচিত:(100)
★লাইক-30
★কমেন্ট-40
★শেয়ার-30
বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
■লক্ষ্যনীয়:
বয়সের কোন সীমা নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। যেকোনো প্রান্তের মানুষরা যে কোনো বয়সের ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
আপনি যদি কবিতা ভালোবাসেন বা নিজে কবিতা লেখেন কিংবা আবৃত্তি করেন।তাহলে আজই ঘরে নিজের মোবাইলে ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দিন মানসাই নিউজের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।