
অরুণ কুমার সাউ, হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার চৈতন্যপুর সিটাডেলের উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এদিন সমগ্ৰ অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়।প্রথম পর্বের অনুষ্ঠানে সংস্থার বই প্রকাশ করা হয়।উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ, প্রাবন্ধিক ডঃ রমেশ মজুমদার, অধ্যাপক অর্নিবান দাস, সাহিত্যিক সমর চক্রবর্তী, রবিশঙ্কর দাস, সুভাশীষ চক্রবর্তী প্রমুখ। কবি প্রাণনাথ শেঠ বলেন, ভাষা দিবসের নির্দিষ্ট কোন দিন হয় না।প্রত্যেকদিনই ভাষা দিবস।পৃথিবীর মধূরতম ভাষা হল বাংলা ভাষা।আমারা গর্বিত বাংলা ভাষাকে উচ্চারণ করতে পারি।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্ৰী বিতরণ করা হয়।এলাকার ৫০ জন ছাত্রছাত্রীর হাতে বই,খাতা,কলম ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি, প্রাক্তন অধ্যাপক প্রভাষ কুমার সামন্ত, প্রধান শিক্ষিকা সুমনা পাড়াড়ি প্রমুখ।সংস্থার সম্পাদক দিবজ্যোতি দাস বলেন এলাকায় দুঃস্থ ও অসহায় ছাত্রছাত্রীদের সামান্য সহযোগিতায় জন্য আমাদের এই সংস্থা ছয় বছর আগে তৈরি হয়েছিল।তারপর থেকে সারবছর ধরে ছাত্রছাত্রীদের পাশে থাকি।এদিন সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রায় শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এছাড়াও রাত্রিকালীন নৃত্যাঅনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থার সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি বলেন তরুণ- তরুণীদের কবিতা ও গল্প পড়ার প্রতি আগ্ৰহ বাড়াতে আমরা বই প্রকাশ করেছি।
More Stories
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনে ৭ প্রার্থী নমিনেশন জমা করল তমলুক, হলদিয়া মহকুমা শাসক এবং পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট
সবং ব্লকের বেল্কী গ্রামে রক্তদান শিবির
নতুন গতি পত্রিকার উদ্যোগে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন