
65 Views
অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মৌচাক সেবাশ্রমের উদ্যোগে আজ পালিত হল “অমর একুশে” অনুষ্ঠান। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিলো মাতৃ ভাষা স্মরণে শোভাযাত্রা, শুদ্ধ বাংলায় বলি প্রতিযোগিতা , আধুনিক ভারতের নবজাগণের প্রাণ পুরুষ রাজা রামমোহন রায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন, ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌচাক সেবাশ্রমের সর্বময় কর্তা মৃনাল সুন্দর পাত্র, পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক চিত্তদাস ঠাকুর, শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেক গোলাম মোস্তফা ও সাহিত্যিক মৃনাল শতপতি।
More Stories
সবং ব্লকের বেল্কী গ্রামে রক্তদান শিবির
নতুন গতি পত্রিকার উদ্যোগে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন
জাতীয় বিজ্ঞান দিবসে জেলা সেমিনার