
মানসাইডেস্কঃগোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা হাজরা হাট মোড় এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্য করে যাওয়ার খবর পেয়ে একটি পিস্তল ও একটু তাজা গুলি সমেত চার জনকে গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ। মঙ্গল বার রাতে তাদেরকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তাদেরকে বুধবার মাথাভাঙা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিরা হলেন রঞ্জিত হালদার,মহাদেব সরকার,সাধন মন্ডল, ও কৃষ্ণ মন্ডল। তাদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ভোগডাবরি এলাকায় ও একজনের বাড়ি কালিয়া গঞ্জ এলাকায়।মাথাভাঙা থানার আইসি বিশ্রাশ্রয় সরকার বলেন মঙ্গলবার রাতে হাজরাহাট মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জড়ো হয়েছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেওয়া হয় এবং চারজনকে আটক করল দুজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি পিস্তল একটি তাজা গুলি বুলেরো গাড়ি আটক করা হয়।বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
More Stories
বাইসনের তান্ডব কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় , জখম ১ গ্রামবাসী
বিজেপির ব্রিগেড কর্মসূচি সফল করতে মাথাভাঙ্গায় দেওয়াল লিখন
মাথাভাঙ্গা-ময়নাগুড়ি সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৩