
642 Views
অরুণ কুমার সাউ, তমলুক: ট্রাংক এর ধাক্কায় ভাঙলো ব্রিজ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর কাকগেছিয়া এলাকায়। ঘটনাটি ঘটে বুধবার দুপুর তিনটে নাগাদ। এলাকাবাসীদের থেকে জানা যায় তেলের ট্যাংটি মেচেদা থেকে হলদিয়ার দিকে যাচ্ছিল। চালক ভারসাম্য রাখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর রেলিঙে ধাক্কা মারে। এরপর গাড়িটি ঝুলন্ত অবস্থায় তাকে দীর্ঘক্ষণ। স্থানীয় মানুষের দাবি , গাড়ির চালক ছিলেন মদ্যপ অবস্থায়। তবে নিহত বা হতাহতের তেমন কোনো খবর নেই। স্থানীয় তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
More Stories
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনে ৭ প্রার্থী নমিনেশন জমা করল তমলুক, হলদিয়া মহকুমা শাসক এবং পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট
সবং ব্লকের বেল্কী গ্রামে রক্তদান শিবির
নতুন গতি পত্রিকার উদ্যোগে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন