
মানসাই ডেস্কঃরবিবার শেষ হল ৩২ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা। বাংলা ও অসমের শিল্পীদের নিয়ে রাজ্য ভাওয়াইয়ার আসর বসছিল
কোচবিহারের শীতলকুচি ব্লকের গোসাইরহাট হাইস্কুলের মাঠে এইবছর চারদিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চটকা ও দরিয়া দুটি বিভাগে প্রতিযোগিতায় চটকা বিভাগে প্রথম স্থান অধিকার করেন তুফানগঞ্জের টুম্পা বর্মন, দ্বিতীয় স্থান অধিকার করেন দিনহাটা ১-এর পাঞ্চালী রায় ও তৃতীয় পবিত্র বর্মন। দরিয়ায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন তুফানগঞ্জ-১ থেকে পবিত্র বর্মন, তুফানগঞ্জ-২ থেকে শ্যামল সরকার এবং মাথাভাঙ্গা থেকে অনামিকা বর্মন।বিজয়ীদের নাম ঘোষণা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ আরও অনেকে। কোচবিহারে একাধিকবার ভাওয়াইয়ার আসর বসলেও এবারই প্রথম ওই প্রতিযোগিতার আসর বসেছিল। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিশেষ উদ্মাদনা ছিল।রবিবার শেষদিনে বহিরাগত শিল্পীদের গলায় গান শুনতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
More Stories
বাইসনের তান্ডব কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় , জখম ১ গ্রামবাসী
বিজেপির ব্রিগেড কর্মসূচি সফল করতে মাথাভাঙ্গায় দেওয়াল লিখন
মাথাভাঙ্গা-ময়নাগুড়ি সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৩