
311 Views
মানসাইডেস্কঃ গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ একটি পিস্তল ও গুলি সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল । পুলিশ জানিয়েছেন ধৃত ব্যক্তিরা হলেন রতিশ সরকার ও মাধব সরকার। তাদের বাড়ি মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসি এলাকায় । দীর্ঘদিন থেকেই তাদের পুলিশ খুঁজছিলেন এবং বিভিন্ন ঘটনার সাথে তারা অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে হাজরাহাট এলাকার সীসার গর বাজার এলাকা থেকে তাদের কাছ থেকে একটি অটোমেটিক পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। রবিবার তাদের আদালতে তোলা হলে আদালত দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছেন তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
More Stories
বাইসনের তান্ডব কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় , জখম ১ গ্রামবাসী
বিজেপির ব্রিগেড কর্মসূচি সফল করতে মাথাভাঙ্গায় দেওয়াল লিখন
মাথাভাঙ্গা-ময়নাগুড়ি সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৩