
96 Views
মানসাইডেস্কঃ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বলিষ্ঠ প্রতিনিধি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এদিন শীতলকুচি ব্লক তৃনমূল কংগ্রেস বর্ণাঢ্য শোভাযাত্রা করল। অনেকেই শোভাযাত্রায় অংশ নেন।অনুষ্ঠানে নেতাজীর কর্মযজ্ঞ এবং জীবনের উপর আলোকপাত করেন উপস্থিত বিশিষ্টরা ।শোভাযাত্রার পাশাপাশি দুঃস্থ লোকেদের কম্বল বিতরণও করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন, ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি তপন গুহ, সহ সভাপতি সাহের আলি মিয়া প্রমুখ।
More Stories
বাইসনের তান্ডব কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় , জখম ১ গ্রামবাসী
বিজেপির ব্রিগেড কর্মসূচি সফল করতে মাথাভাঙ্গায় দেওয়াল লিখন
মাথাভাঙ্গা-ময়নাগুড়ি সড়কে বাস দুর্ঘটনা, আহত ১৩